৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া ২৪৫ জনের মধ্যে ৫৫ জনই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করা শিক্ষার্থী। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রশাসন ক্যাডারে প্রথম ২০ জনের মধ্যে ৯ জনই বুয়েট থেকে পাস করেছেন। এ ছাড়া পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া ৭১ জনের মধ্যে ৪ জন বুয়েটের এবং পররাষ্ট্র ক্যাডারে ২৪ জনের মধ্যে ৯ জন বুয়েটের বিভিন্ন বিষয় থেকে স্নাতক পাস করেছেন।
৪০তম বিসিএসে প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র—এই তিন ক্যাডারে নিয়োগ পাওয়া ৩৪০ জনের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৮ জন।
এ ছাড়া দুটি ক্যাডারে প্রথম হয়েছেন বুয়েটের দুজন শিক্ষার্থী। ৪০তম বিসিএসে শুল্ক ও আবগারি ক্যাডারে ক্যাডারে প্রথম হয়েছেন সাকিব হোসেন। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল (ইইই) বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন তিনি। তাঁর পরের ব্যাচের মোহাইমিনুল ইসলাম হয়েছেন পররাষ্ট্র ক্যাডারে প্রথম। মোহাইমিনুল ইসলাম ২০১২-১৩ সেশনে বুয়েটে পানিসম্পদ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন।